Sunday, January 22, 2012

মোবাইলের ল্যাংগুয়েজ সমস্যা? 1 সেকেন্ড প্লিজ।মোবাইলের ল্যাংগুয়েজ সমস্যা? 1 সেকেন্ড প্লিজ।

Posted by Milton at 6:34 PM
পোস্টটি দেখেছেনঃ 1
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই ভালো নিশ্চই। আর সকলে ভালো থাকেন এটা আমিও কামনা করি। মোবাইল ছাড়া বর্তমান যুগ ভাবাই যায় না কি বলেন তাইতো? হ্যা তাই তবে যার যত সুবিধা তার তত অসুবিধাও আছে, তেমনি একটি সমস্যা হল মোবাইলের ল্যাঙগুয়েজ সমস্যা অনেক সময় মোবাইল চাপতে চাপতে ল্যাঙগুয়েজ চেঞ্জ হয়ে য়ায়। এখন যদি চেঞ্জ হয়ে আরবি ভাষা হয় তাহলে কেমন হবে,



আপনি কি সহজে আবার ইংরেজি ভাষায় ফিরে আসতে পারবেন? হ্যা অনেকে হয়ত পারবেন আবার অনেকে পারবেন না। তাই যারা পারবেন না তাদের জন্য আমার এই ছোট্ট টিপস। তবে এই টিপসের মাধ্যমে যে কোন ভাষা হতে ইংরেজিতে ফিরে আসতে পারবেন শুধু মাত্র “যে কোন চায়না মোবাইল” এবং “সিমেন্স মোবাইলে” কি ভাবে? যদি কখনও আপনার মোবাইলের ভাষা চেঞ্জ হয়ে যায় তাহলে *0000# প্রেস করে ডায়াল করুন দেখবেন এক সেকেন্ডের মধ্যে আবার ইংরেজি ভাষা এসে হাজির। বিশ্বাস না হলে ভাষা চেঞ্জ করে পরিক্ষা করে দেখুন। সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে এখন কার মত বিদায় আল্লাহ হাফেজ।

পোষ্টটি লিখেছেন: মিল্টন বাবু
This post is written by Milton Babu .
ফেসবুক একাউন্ট/Facebook

0 comments:

Post a Comment

 

We are looking friends. Copyright © 2011 Design by Ipietoon Blogger Template | web hosting